অভিনব কায়দায় ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে ৯টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুরে স্বর্ণের বারসহ আটক চোরাকারবীর নাম মিলন মিয়া (২৮)। সে কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের ওহাব আলীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম সীমান্তের ৭০০ গজ অভ্যন্তরে রওশনের মোড় নামক স্থানে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মিলনকে আটকের পর তার কাছ থেকে ৯ টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। স্বর্ণের ওজন হয়েছে ০১ কেজি ১৪৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম। মূল্য ধরা হয়েছে প্রায় ছাপ্পান্ন লাখ সাত হাজার তিনশত পঁচাত্তর টাকা। তিনি আরো জানান, জুতার ভেতরে লুকিয়ে রেখে অভিনব পন্থায় স্বর্ণগুলো ভারতে পাচার করা হচ্ছিলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন