শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনা আতঙ্ক: পেছালো বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ৩:১৭ পিএম | আপডেট : ৩:২৬ পিএম, ১১ মার্চ, ২০২০

বিশ্বজুড়ে চলছে করোনা আতঙ্ক। বাংলাদেশও সেই আতঙ্কের বাইরে নেই। এর প্রভাব চলচ্চিত্র অঙ্গনেও পড়েছে। এরই মধ্যে একটি সিনেমা মুক্তি থেকে সরে দাঁড়ালো। আরো দুটি সিনেমা একই পথে হাঁটছে। এবার পেছানো হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক ‘বঙ্গবন্ধু’ -এর শুটিং।

মঙ্গলবার রাতে সিনেমাটির কাস্টিং ডিরেক্টর বাহারউদ্দিন খেলন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘আগামী সেপ্টেম্বর থেকে জাতির পিতার জীবনী নির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং শুরু হতে পারে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’

এর আগে তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ১৭ মার্চ থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটির শুটিং শুরু হবে।

‘বঙ্গবন্ধু’ সিনেমায় তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন