সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের পাশে অনন্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি সিআইপি অনন্ত জলিল নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়ান। অসহায়দের সহায় হয়ে তাদের সহযোগিতার বিষয়টি সুবিধিত। এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুকে নিজ খরচে দেশের বাইরে চিকিৎসা করিয়ে আনার নজিরও স্থাপন করেছেন। এছাড়া শিশু ও বৃদ্ধদের জন্য আশ্রম গড়ে তোলা, এতিম খানা চালানোসহ নানাভাবে তিনি অসহায় মানুষের সহযোগিতায় নিজেকে নিয়োজিত রাখেন। এটি তার দর্শন, মানবিকতা ও আদর্শগত দিক। এ ধারাবাহিকতায় গত রবিবার তিনি পাশে দাঁড়ালেন সড়ক দুর্ঘটনার শিকার অসহায় এক পরিবারের পাশে। ময়মনসিংয়ের ভালুকার চান্দুরাটি গ্রামের রাজিব হাসান বাচ্চু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আহত হওয়ার পর তিনি কাজ করতে পারছেন না। পরিবার নিয়ে অসহায় অবস্থার মধ্যে পড়ে যান। উপায় না দেখে তার স্ত্রী-ছেলেসহ অনন্তর গার্মেন্টস শিল্পপার্কে আসেন। অনন্ত তখন অফিসে ছিলেন। সাক্ষাৎপ্রার্থী অসংখ্য মানুষের ভিড়ে অনন্ত রাজিব হাসানের পরিবারের আসার কথা জানতে পারেন। জেনেই তাদের ডেকে পাঠান। তাদের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। শুনেই তাৎক্ষণিকভাবে রাজিব হাসানের ছেলে নাঈমুরকে তার ফ্যাক্টরিতে চাকরির ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, তার শিল্প প্রতিষ্ঠানের চিকিৎসক ডাক্তার শামীমের তত্ত্বাবধানে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সাইন্স জেনারেল হসপিটালে (বিআইএইচএস) রাজিব হাসানের চিকিৎসার ব্যবস্থা করে দেন। চিকিৎসার সকল খরচ অনন্ত নিজে বহন করছেন। এছাড়া রাজিব হাসানের পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন