শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনায় পিছিয়ে গেল ‘নীল মুকুট’র মুক্তি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ৫:৩৭ পিএম

২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিলো সিনেমা ‘নীল মুকুট’। সাম্প্রতিক করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা কামার আহমাদ সাইমন। বৃহস্পতিবার (১২ মার্চ) এমনটাই জানান নির্মাতা।

তিনি বলেন, ‘সবাই বলছে করোনা, করোনা...। ঠিক আছে, করবো না। ‘নীল মুকুট’ এখন রিলিজ করবো না।’

এর আগে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছিলো ‘নীল মুকুট’। ২৭ মার্চ মুক্তির অনুমতিও পেয়েছিলো প্রযোজক-পরিবেশক সমিতির। ‘এখন যেহেতু পুরো ব্যাপারটাই অনিশ্চিত, তাই ঠিক করেছি আর এক সপ্তাহ পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিবো কবে মুক্তি দেওয়া যায়। যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে হয়তো ৩রা এপ্রিল মুক্তি পাবে নীল মুকুট। কিন্তু এই সবই এখন অনুমান বলে জানালেন নির্মাতা।’

‘নীল মুকুট’ ছবির পরিবেশনার সাথে যুক্ত আছে কোয়াইট অন সেট। এখন পর্যন্ত ছবির বিষয় নিয়ে কোথাও মুখ খোলেননি কামার। এর আগে শুধু জানিয়েছিলেন, প্লেনের ভেতর থেকে একটা কান্না শুনে এই ছবির আইডিয়া তার মাথায় আসে। তাই ‘নীল মুকুট’-কে কামার বলে আসছিলেন তার অপরিকল্পিত ছবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন