শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পুরান ঢাকায় চালু হতে যাচ্ছে আধুনিক সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:০২ এএম

রাজধানীর বুড়িগঙ্গার তীরে পুরান ঢাকায় শিঘ্রই চালু হচ্ছে চারটি স্ক্রিন নিয়ে আধুনিক সিনে থিয়েটার জয় লায়ন সিনেমাস। এটি প্রাচীন সিনেমা হল লায়ন-এর নতুন সংস্করণ। ইতোমধ্যেই এই আধুনিক সিনেমা হলটির বেশিরভাগ কাজ শেষ হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এখন সাজসজ্জার কাজ চলছে। এছাড়া বাকি সব কাজ স¤পন্ন হয়েছে। বাবুবাজার ব্রিজের উল্টো দিকে জয় লায়ন সিনেমাস। সেখানকার শপিং মলে মাল্টিপ্লেক্সটি চালু হচ্ছে। এর সাথে রয়েছে ফুডকোর্ট ও শপিং সেন্টার। সিনেমা হলটিতে থাকছে চারটি স্কিন। ২০০ করে মোট ৮০০ দর্শকের আসন রয়েছে। দুটি স্ক্রিনে চলবে হলিউডের ছবি, বাকি দুটিতে লোকাল সিনেমা। এখানে থ্রি-ডি সিনেমা দেখার ব্যবস্থাও রয়েছে। কর্তৃপক্ষ মনে করেন, ভালো পরিবেশ ও মানসম্মত কনটেন্ট দিলে দর্শক সিনেমা হলে আসবে। কর্তৃপক্ষ বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বিগত দশকগুলোতে সবকিছুতে আধুনিকতার ছোঁয়া লাগলেও সিনেমা হলের উন্নয়নে কোন কাজ হয়নি। অথচ স্বপরিবারে সিনেমা দেখাটা ছিল আমাদের ঐতিহ্য। জয়-লায়ন সিনেমাস ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তত হবে। এ লক্ষ্যে কাজ চলছে। সাজসজ্জার কাজ শেষ হলে বৈশাখেই সিনেমা হলটি চালু করা হবে। সম্ভব না হলে ঈদুল ফিতরে চালু করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ১৩ মার্চ, ২০২০, ৪:৫৯ পিএম says : 0
We are muslim.. we don't cinema.. we need scientific research complex..
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন