শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলি হামলায় রাশিয়া উদ্বিগ্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তেল আবিবের এ ধরনের আগ্রাসন শুধুমাত্র আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যকে চরমভাবে অস্থিতিশীল করে তুলছে। তিনি বলেন, “আরব দেশ সিরিয়ার ওপর অব্যাহতভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে আমরা উদ্বিগ্ন এবং এর মাধ্যমে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে।” বৃহস্পতিবার রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। জাখারোভা বলেন, “গত ৫ মার্চ লেবাননের আকাশ থেকে সিরিয়ার উপর ইসরাইল এ ধরনের আগ্রাসন চালিয়েছে, যার ফলে সিরিয়ার এক সেনা নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আমরা মনে করি, ইসরাইলের সামরিক তৎপরতার কারণে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে; পাশাপাশি মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ছে। গত কয়েক বছর ধরে ইসরাইল প্রায়ই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। বিশেষজ্ঞরা মনে করেন, সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের পতন ঠেকানোর অপচেষ্টা হিসেবে ইসরাইল এসব হামলা চালাচ্ছে। প্রাভদা, তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Monjur Rashed ১৫ মার্চ, ২০২০, ৪:৪৪ পিএম says : 0
It is Cristal clear that IS was created by Israel
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন