পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, ,পটুয়াখালী ১ আসনের সাংসদ এ্যাড. মোঃ শাহজাহান মিয়া,সংরক্ষিত মহিলা আসন ৩২৯ এর সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন,জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান পিপিএম,জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর,পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মোঃ গোলাম সরোয়ার,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও,শিক্ষা প্রতিষ্ঠা, বিভিন্ন শ্রেনীর পেশার নেতৃবৃন্দ।
পরে ডিসি মঞ্চে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় পতাকা, বেলুন ফেস্টুন, এবং শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। পরে জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক কেক কাটা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন