শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাথার খুলিবিহীন নবজাতকের জন্ম

বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বরগুনার বামনায় সৌদি প্রবাসী হাসপাতালে গতকাল মঙ্গলবার সকালে অপারেশনের মাধ্যমে এক গৃহবধূর মাথার খুলি বিহীন এক নবজাতকের জন্ম হয়েছে। জানা যায়, উপজেলার সোনাখালী গ্রামের এমাদুল হকের পুত্র মহারাজের স্ত্রীর মাথার খুলি বিহীন শিশুটি জন্ম গ্রহণ করেছেন।
করোনা আতঙ্কের মধ্যেও নবজাতক শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে ভীড় করছে সাধারণ মানুষ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান মুন্নী জানান, নবজাতক শিশু ও তার মা সুস্থ আছেন। নবজাতক শিশুটি পুত্র সন্তান। শিশুটির সমস্থ অঙ্গ-প্রতঙ্গ থাকলেও তার মাথার খুলিটি সৃষ্টি হয়টি। আমরা পরিবারের লোকজনকে শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে যেতে বলেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন