বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চেতনাকে বাস্তবায়ন করতে হবে। তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করতে পারলেই তাকে শ্রদ্ধা করা হবে। জাতির পিতা মরহুম শেখ মুজিবুর রহমানের জন্য আমরা কতটুকু ত্যাগ স্বীকার করতে পারছি তা’ ভেবে দেখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষ্যে গতকাল বাদ আসর ইস্কাটন রোডস্থ বায়রা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে বায়রার সভাপতি বেনজীর আহমদ সভাপতিত্বের বক্তব্যে এসব কথা বলেন। মহাসচিব শামীম আহমদ চৌধুরী নোমানের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, বায়রার সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বায়রার ইসির অন্যতম সদস্য আলহাজ গোলাম মাওলা রিপন, রাজধানী ওভারসীজের স্বত্বাধিকারী টিপু সুলতান, সুভ্রা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোকাদ্দেম হোসেন, শেখ ইকবাল, আহমেদুল্লাহ বাচ্চু, ও মো. আনোয়ার হোসাইন। বায়রা সভাপতি বলেন, বঙ্গবন্ধু ছোট বেলা থেকেই মানবদরদী প্রতিবাদী চেতনার মানুষ ছিলেন। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণেই দেশের স্বাধীনা সংগ্রাম শুরু হয়ে গিয়েছিল। বায়রা সভাপতি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনীদের নেতা রাষ্ট্রদূত বানিয়ে জিয়াউর রহমান কলঙ্কের ইতিহাস সৃষ্টি করেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতার পতাকা পেতাম না। তিনি বলেন, আজ বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ মালয়েশিয়ার চেয়ে বেশি উন্নত থাকতো। এই মহান নেতাকে যারা ছোট করতে চেয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। তিনি মুজিবর্ষের এই বছর জনশক্তি রফতানির খাতকে সমৃদ্ধ করতে সকলকে একযোগে কাজ করার অনুরোধ জানান। জনগণের স্বার্থে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোকে শ্রেণি বিন্যাসের নামে কোনো বৈষম্য মেনে নেয়া হবে না বলেও বায়রা সভাপতি উল্লেখ করেন। পরে বায়রা সভাপতি মুজিববর্ষের কেক কাটেন। করোনাভাইস থেকে বিশ্ববাসির মুক্তি এবং বঙ্গবন্ধুসহ তাঁর শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত মাওলানা জাকারিয়া আল হোসাইনী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন