রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিদ্রোহী নির্মাণে শাহীন সুমন, পোস্টারে সেলিম খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৪:২৪ পিএম

করোনা সচেতনতায় দেশের সব সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশনা সমিতি। এরই মাঝে সোমবার শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন নায়িকা বুবলী।

শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি পরিচালনা করেন শাহিন সুমন। ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে শাকিব-বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।

সেন্সর ছাড়পত্র পাওয়ার পর ছবির পোস্টারে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে লেখা আছে শাহিন সুমন এর ‘বিদ্রোহ’। পরিচালকের জায়গায় সেলিম খান, প্রযোজকের নাম হিসেবে আছে শাহীন খানের। আর পরিবেশনায় রাখা হয়েছে শাপলা মিডিয়ার নাম।

বিষয়টি নিয়ে শাহীন সুমন বলেন, ‘ছবিটি কে নির্মাণ করেছে সেটা তো সবাই জানেন। আরও পোস্টারে তো লেখা আছে শাহীন সুমনের বিদ্রোহ। এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। যেভাবে পোস্টারে যেটা লেখা আছে তাতেও কোন ভুল নেই।

তবে শাপলা মিডিয়ার বরাতে একজন জানান, কিছু টেকনিক্যাল প্রব্লেমের কারণে স্যার তথা সেলিম খানের নাম ব্যবহার করা হয়েছে। তবে ছবিটি শাহীন সুমনই নির্মাণ করেছেন।

এদিকে, কাল সারা দেশে পালিত হয়েছে মুজিব বর্ষের আয়োজন। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে ‘বিদ্রোহী’ ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা শাহীন সুমন।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ নামে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর নির্মাণাধীন অবস্থায় বেশ কয়েকবার এর নাম পরিবর্তন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন