জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে নিয়ে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনা। উদযাপন শুরু হয়েছে দেশব্যাপী। বঙ্গবন্ধু’কে নিয়ে তিনটি গানে কন্ঠ দিয়েছেন। বিটিভির জন্য ‘সালাম সালাম’ শিরোনামে একটি গান গেয়েছেন। গানটি লিখেছেন হারুন রশীদ ও সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। অন্যদিকে আরো দুটি গান লিখেছেন কামাল চৌধুরী ও সুর করেছেন নকীব খান। তিনটি গানেই কনার সঙ্গে আরো বেশ কয়েকজন শিল্পী সম্মিলিতভাবে কন্ঠ দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনটি গানে কন্ঠ দেয়া প্রসঙ্গে কনা বলেন, ‘আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে অনেক শ্রদ্ধা, ভালোবাসা। তার জন্মশতবার্ষিকীতে তিনটি গানে কন্ঠ দিতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের। কারণ তিনটি গানই ইতিহাস হয়ে থাকবে। একটি দেশের ইতিহাসের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারা অনেক গৌরবের বলে মনে করি। আমাকে যারা তিনটি গানের সাথেই সম্পৃক্ত রেখেছেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা। জাতির জনক বঙ্গবন্ধু’কে আমরা সবাই আমাদের হৃদয়ে লালন করি, মনের গভীর থেকে অনুভব করি। তাই গান গাইতে দিয়ে তার প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে মনের গভীর থেকে অনেক দরদ দিয়েই গাওয়ার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, প্রতিটি গানই বাংলাদেশের সবার মন ছুঁয়ে যাবে। একজন বঙ্গবন্ধু’র প্রতি আমাদের সবার শ্রদ্ধা সবসময়।’ এদিকে বিশ্ব্যাপী করোনা ভাইরাসের প্রভাবের কারণে দেশের প্রায় সব স্টেজ শোই বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে কনারও স্টেজ শো। অবশ্য এ নিয়ে মন খারাপ নেই কনার। কারণ দার কাছে আগে মানুষের সুস্থভাবে বেঁচে থাকা। তারপর অন্যকিছু। কনা বলেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থণা করি তিনি যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমরা যেন করোনা মুক্ত থাকতে পারি। এজন্য অবশ্য আমাদের সবাইকে যথেষ্ট সচেতনতার সাথে চলতে হবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন