রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আদমদীঘিতে বঙ্গবন্ধুর বই বিতরণ

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উপলক্ষে আদমদীঘিতে মাধ্যমিক,মাদরাসা ও স্কুল কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রচিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই বিতরণ করা হয়।

গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লা বিন রশিদের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন রাজু, বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মুঞ্জরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুব আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্যে রাখেন।
বক্তব্যে শেষে উপজেলার মধ্যমিক,মাদরাসা ও স্কুল কলেজ পর্যায়ের প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২০টি বই বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন