শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘গৃহবন্দী’ গেইল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০০ এএম

সব ঠিক থাকলে হয়তো এ সময় নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি লিগে রানের বন্যা বইয়ে দিতেন। তবে করোনাভাইরাসে স্থবির ক্রীড়াঙ্গণের প্রভাব পড়েছে ক্রিস গেইলের জীবনেও। এই সময়টা ক্যারিবিয়ান ছক্কার রাজা কী করছেন? খেলাহীন সময়টা কীভাবে কাটাচ্ছেন ব্যাটিং দানব? ভক্তদের এমন প্রশ্নের জবাব দিতেই যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়েছেন তিনি। পোস্ট করেছেন এক ভিডিও। তাতে কালো কাপড় গায়ে জড়িয়ে, মুখে মাস্ক আর মাথায় হুডি দিয়ে নিজের বাড়ির জিমনেশিয়ামেই শারীরিক কসরত চালানোর ভিডিওটাই প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ঘরে থাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম।’

করোনাভাইরাসের কারণে অন্য আর সব দেশের মতোই নেপালেও সব ধরনের ক্রীড়া কার্যক্রম এখন বন্ধ। পিছিয়ে গেছে আইপিএলও। নেপালের টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার কথা ছিল মার্চের ১৪ তারিখ থেকে। নেপালে কিছু ম্যাচ খেলে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার কথা ছিল এই ছক্কাবাজের। আন্তর্জাতিক ক্রিকেটও থমকে গেছে। ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করা ছাড়া আর উপায় কী! শরীরটাই যার সব- ওটা তো ঠিক রাখতে হবে!

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন