করোনা ভাইরাসের কারণে দেশের সকল স্কুল, কলেজ ও মাদরাসা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় ছাত্র - ছাত্রীদের বাইরে বের হওয়া ও শিক্ষকদের প্রাইভেট পড়ানো, কোচিং বাণিজ্যের সাথে জড়িত থাকা সরকারি ভাবে সম্পূর্ণ নিষেধ থাকা সত্যেও কাপাসিয়ায় চলছে রমরমা কোচিং ও প্রাইভেট বাণিজ্য। এ ব্যাপারে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। ২২ মার্চ,রোববার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে কোচিং করানোর অপরাধে কাপাসিয়ায় এক শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, কাপাসিয়া উপজেলা সদরের হরিমঞ্জুরি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মোঃ আলমগীর হোসেন সরকারি নির্দেশ উপেক্ষা করে দেদারসে প্রাইভেট ও কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে উপজেলা সদরের কলেজ রোডের পাশে তার কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত কোচিং করানোর অপরাধে ওই শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন