রাজশাহীর বাঘা উপজেলায় সেই পেট্রলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরেক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম পান্না হোসেন। সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে ওই যুবকের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো। পান্না হোসেন উপজেলার মনিগ্রাম বাজারের ইমাজ আলীর ছেলে।
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা নেয়ার পথে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে রবিউল ইসলাম রবি ও রোববার রাত পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম উপজেলার তুলশিপুর গ্রামের দুখু মিয়ার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক। রবিউল ইসলাম রবি (৪০) মনিগ্রাম বাজারের মন্টু আলীর ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন