যশোরের ঝিকরগাছায় হোম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান চালানোর সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
বুধবার সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, ঝিকরগাছার এসিল্যান্ড ডা. নাজিব হাসান ফরিদপুর মেডিকেলে ভর্তি ছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে হেলিকপ্টারযোগে ফরিদপুর থেকে ঢাকায় সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) নেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন