শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দৌলতখানে মোবাইল কোর্টে ৮ ব্যবসায়ীর জরিমানা

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৮:১৭ পিএম

দৌলতখানে কোভিড-১৯ প্রতিরোধে জনসমাগম ঠেকাতে দোকানপাট বন্ধ রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৮ ব্যবসায়ী ও ৩ ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা এবং ৩ ব্যক্তির ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলার রহমান, নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ বলেন করোনা সংক্রমন ঠেকাতে দৌলতখানে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মুদি, কাঁচাবাজার ও ফার্মেসী ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন