শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নতুন ভর্তি নেই সিলেট শামসুদ্দিনে, ২জনের রিপোর্ট আজ আসবে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৩:১৫ পিএম

সিলেটে একমাত্র করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এ সেন্টারে এই মুহূর্তে নতুন ভর্তি হননি আর কেউ । ফলে বর্তমানে করোনা সন্দেহভাজন ইউনিটে চিকিৎসাধীন আছেন ১ জন রোগী। নমুনা গত বুধবার ঢাকায় পাঠানো হয়েছে, আজ তাদের রিপোর্ট আসবে। এদের মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তবে অপরজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। তিনি বলেন, বুধবার ৪ জন রোগী ছিলেন হাসপাতালে। তাদের মধ্যে আগেই দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে পার্ট। আর বাকি দুজনের নমুনা সংগ্রহ করে বুধবার ঢাকায় পাঠানো হয়। যে দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে তাদের একজনকে ছাড়পত্র দিয়ে পাঠানো হয়েছে বাসায়। অপরজনকে অন্য চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন