শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টেকনাফে লকডাউন অমান্য করায় দুইজনকে জরিমানা

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৮:১৮ পিএম

টেকনাফের হ্নীলায় যৌথ টাস্বফোর্স ও ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও নিষেধাজ্ঞা অমান্য করায় ২ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

৫ এপ্রিল (রবিবার) দুপুর সাড়ে ১২টারদিকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের নেতৃত্বে নৌবাহিনীর লেঃ তৌকির আহমেদসহ যৌথ বাহিনী এ জরিমানা করেন।

এ সময় আরো ছিলেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এবং পুলিশের এসআই নাজিম উদ্দিন ভূঁইয়ার সমন্বয়ে যৌথ টাস্কফোর্স এর সদস্যরা।

উপজেলার হ্নীলা বাসষ্টেশনে অভিযান চালিয়ে সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান, দলিল লিখকের কার্যালয় খোলা রাখায় হ্নীলা হোয়াব্রাংয়ের আলী আকবরের পুত্র দলিল লেখক মোহাম্মদ ইলিয়াছ মিন্টুকে ১০ হাজার টাকা এবং করোনা নিষেধাজ্ঞা অমান্য করে বেপরোয়া চলাফেরা করায় মধ্যম হ্নীলা মিনা বাজারের মৃত বদিউর রহমানের পুত্র মোহাম্মদ ইউছুপকে (৩০) ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন