শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাইকে মোয়াজিনের আহবান, বাসায় নামাজ পড়ুন মসজিদে আসবেন না

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ৭:১১ পিএম

প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করার জন্য সারাদেশে মসজিদে মসজিদে মাইকিং করে মুসল্লিদের প্রতি আহবান জানানো হয়েছে। রাজধানীতে আসর এবং মাগরীবের আজানের পর প্রতিটি মসজিদের মোয়াজিন মাইকে মুসল্লিদের প্রতি এই আহবান জানান।এ ছাড়া যে সকল মসজিদে কলাপসিবল গেট বা বন্ধ করার গেইট আছে সে সব মসজিদের গেটেও তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এখন আর বাইরের কোন লোক মসজিদে ঢুকতে পারছে না।
এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয় প্রতি ওয়াক্তের নামাজে ৫জন এবং জুমার নামাজে ১০ জন নিয়ে মসজিদে জামায়াত করা যাবে। এর বেশি লোক যেন মসজিদে না আসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
এমনি এক দুৃর্যোগ মুহুর্তে জনগনকে সচেতন করার জন্য স্বনামধন্য আলেমদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিরবতা পরিহার করে এগিয়ে আসা উচিত।
Total Reply(0)
আমি নির্বাক ৬ এপ্রিল, ২০২০, ৭:৪৭ পিএম says : 0
আয় আল্লাহ! তুমি আমাদেরকে আমাদের অপরাধের কারণে তোমার ঘর থেকে দূরে সরিয়ে দিও না। আমরা দুর্বল। আমাদেরকে তুমি হিফাযত করো।
Total Reply(0)
আমি নির্বাক ৬ এপ্রিল, ২০২০, ৭:৫৫ পিএম says : 0
আয় আল্লাহ! আমাদের গুনাহের কারণে তুমি আমাদেরকে তোমার ঘর থেকে দূরে সরিয়ে দিও না। তুমি এই প্রতিকূল অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ দান করো। আমাদেরকে সাহায্য করো। আমাদেরকে হিফাযত করো।
Total Reply(0)
Amin shah ৬ এপ্রিল, ২০২০, ১০:৩০ পিএম says : 0
আল্লাহ আমাদেরকে সাহায্য করো। আমাদেরকে হিফাযত করো।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন