শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লকডাউনের প্রথম দিনে নোয়াখালীর অধিকাংশ সড়ক ফাঁকা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৪৩ এএম

লকডাউনের প্রথম দিনে আজ (শনিবার) নোয়াখালীর অধিকাংশ সড়ক, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। তবে কিছু হাটাবাজার দুপুর ১২টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

লকডাউনের ঘর থেকে বের না হবার জন্য নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। সড়কে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পরিবহনে যানবাহন চলাচল করছে।

উল্লেখ্য, প্রবাসী অধ্যূষিত নোয়াখালী জেলায় করোনা ঝুঁকি থাকলে এ যাবত আক্রান্ত কোনও রোগী পাওয়া যায়নি। প্রথম দিকে প্রায় ৮৫০জন কোয়ারেন্টাইনে থাকলেও সেই সংখ্যা এখন মাত্র ১৫জন রয়েছে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার ৯টি উপজেলায় স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD:kamaluddin ১১ এপ্রিল, ২০২০, ১১:৫৯ এএম says : 0
নোয়াখালি কোন জায়গায়,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন