শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

তালেবান হামলায় ৪০ নিরাপত্তাকর্মী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

আফগানিস্তানের একটি সিকিউরিটি চেকপয়েন্টে তালেবানদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য নিহত হয়েছেন। সোমবার দেশটির তাজিকিস্তান সীমান্তে উত্তর টাখার প্রদেশে এ ঘটনা ঘটে। দেশটির সরকারি কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। পুলিশ সদর দফতরের মুখপাত্র খলিল আছির বলেন, আক্রমণ প্রতিহত করা হয়েছিল এবং এতে বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এর আগে একই রকম মারাত্মক হামলা চালানো হয়েছিল বাল্ক, জাওজ্জান ও উরুজগান প্রদেশে। এতে ২৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়। আফগান সরকার এবং তালেবান বিদ্রোহীদের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ার কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত দেশটির সরকার ৩০০ জনের অধিক তালেবান বন্দিদের মুক্তি দিয়েছে এবং তালেবানরা ৪০

জনকে ছেড়েছে। আনাদুলু
এজেন্সি, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন