মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবে চুরি ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতের কোন এক সময় সাটুরিয়ার থানার পাশে সাটুরিয়া প্রেসক্লাব ভবনের জানালা ভেঙ্গে কে বা কারা ভিতরে প্রবেশ করে প্রেসক্লাবের টেলিভিশন ও কম্পিউটার এবং চেয়ার চুরি করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: সোহেল রানা খান জানায়, সকালে ক্লাবের পিয়ন জানালা ভাঙ্গা দেখে চুরির বিষয়টি জানায়। পরে ক্লাবের ভিতর গিয়ে টেলিভিশন কম্পিউটার ও চেয়ার চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হই। এ ঘটনায় সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
সাটুরিয়া প্রেসক্লাবে চুরির ঘটনায় সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল মজিদ ফটো ঘটনা স্থল পরিদর্শন করেছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা বলেন, সাটুরিয়া প্রেসক্লাবে চুরির ঘটনা খতিয়ে দেখে দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন