গুদামে চুরি করতে গিয়ে সেখানেই পড়ে নাক ডেকে ঘুমাচ্ছিল চোর। অতঃপর ধরা পড়লো পুলিশের হাতে। পুলিশ বলছে চোর হলেও সে খুবই অলস সেইসাথে মাদকাসক্ত। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালনগর ইউনিয়নের বেঁড়িবাধ এলাকায়। ওই চোরের নাম মো. ফোরকান (১৯)। সে উপজেলার পারুয়া ইউনিয়নের আবদুল সালামের ছেলে। শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী।
জিজ্ঞাসাবাদে ফোরকান জানিয়েছে, চুরি করতে ঢুকে ইয়াবা সেবনের পর সে ঘুমিয়ে পড়েছিল। তার মানিব্যাগে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।
চোর ফোরকান বৃহস্পতিবার গভীর রাতে গুদামে ঢুকেছিল চুরির উদ্দেশ্যে। চুরি শেষে সেখানে ঘুমিয়ে পড়লে সকালে গুদামের মালিক মো. আলম গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন