শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পার্বতীপুরে ৫০৬ রাউন্ড গুলি উদ্ধার

পার্বতীপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ২:৪৯ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে এক মুক্তিযোদ্ধার বাড়ী থেকে আজ বৃহস্পতিবার ৫০৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। জানা যায়, উপজেলার চন্ডীপুর ইউনিয়নের উত্তর শালন্দার সরদারপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের বাড়ীতে টয়লেটের সেফটি ট্যাংকের মাটি খোঁড়ার সময় বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে থ্রি-নট থ্রি (৩০৩ ) রাইফেলের ৩৮৩ রাউন্ড গুলি ও পিস্তলের ১২৩ রাউন্ড গুলি দেখতে পায় কাজের শ্রমিক হুমায়ন(৩৬) ও রফিকুল ইসলাম (৩৪) নামে দুই ব্যক্তি। পরে থানায় সংবাদ দিলে পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সোহেল রানা একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল উপস্থিত হয়ে উদ্ধার করা ৫০৬ রাউন্ড গুলি থানায় নিয়ে আসেন। বাড়ীর গৃহকর্তী রুবি বেগম বলেন , আমার স্বামী দেড় বছর আগে মারা গেছেন। ওই সময় থেকে আমার ৭ বছর বয়সী নাতি ফজলে রাব্বীকে নিয়ে এই বাড়ীতে বসবাস করে আসছি।
এ ব্যাপারে জানতে চাইলে ইন্সপেক্টর সোহেল রানা জানান, উদ্ধারকৃত গুলি তাজা কিনা তা পরীক্ষা শেষে জানা যাবে। উদ্ধার করা গুলির মধ্যে ৪০ রাউন্ড গুলি চার্জারে রেডি অবস্থায় পাওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন