লক্ষ্মীপুরের কমলনগরে তাহমিনা আক্তার তারিন (১৮) নামের এক তরুনী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফোরকানিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার আ. রহিমের মেয়ে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন জানান, তাহিমনা ঢাকায় প্যারামেডিক্যালে পড়ছিলো। ওখানের কোন এক ছেলের সাথে মোবাইলে তার কথা হতো। এ নিয়ে পরিবারের লোকজন গত বুধবার রাতে তাহমিনাকে বকাঝকা করে। এতে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে সে ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
পরে তার ভাই সোহেল রানা দরজা ভেঙে ফ্যানের সাথে তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
কমলনগর থানা ওসি মোহাম্মদ নুরুল আবছার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন