নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশ নুরুল করিম রাব্বি নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মক্রবপুর ইউনিয়নের ভুলুয়াপাড়া বাংলা বাজারের আবদুল গফুরের দোকানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ভুলুয়া পাড়া গ্রামের নুরুল হকের ছেলে। নুরুল করিম স্থানীয় শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। জানা যায়, নুরুল করিম রাব্বী লেখাপড়ার পাশাপাশি ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করত। বৃহস্পতিবার রাতে ভুলুয়াপাড়া গ্রামের মৎস্য চাষী আবদুল গফুর ভুলুয়াপাড়া বাংলাবাজারে তার দোকানে রাব্বিকে ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করতে নিয়ে যায়। এক পর্যায়ে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রাব্বি মারা যায়। এসময় আবদুল গফুর পালিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী আবদুল গফুরকে আটক করলে রাব্বি বিদ্যুৎ সপৃষ্ট হয়ে মারা যাওয়ার কথা সে স্বীকার করে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন