শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কৃষকের কাছ থেকে সরাসরি ধান-চাল ক্রয়ের প্রস্তাব

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০১ এএম

স্বেচ্ছাসেবী কৃষি শ্রমিক নিয়োগ দিয়ে ধানের উৎপাদন খরচ হ্রাস এবং সরাসরি কৃষকের কাছ থেকে ধান-চাল সংগ্রহের প্রস্তাব করেছেন ‘বঙ্গবন্ধু পরিষদ,ময়মনসিংহ’র সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ মাখন। সম্প্রতি কৃষিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ প্রস্তাব দেন। প্রস্তাবনায় তিনি বলেন,একর প্রতি কৃষি শ্রমিকের সর্বনিম্ন মজুরি ৯ হাজার টাকা। স্বেচ্ছাসেবী শ্রমিক নিয়োগ দেয়া হলে তাদের খাদ্য বাবদ চাষীর সর্বোচ্চ খরচ পড়বে ৩ হাজার টাকা।
তাতে কৃষকের সাশ্রয় হবে ৬ হাজার টাকা। একর প্রতি বোর ধানের উৎপাদন ৬০ মণ। মণপ্রতি উৎপাদন খরচ কমবে ১শ’ টাকা। মোট উৎপাদিত ধানের ওপর এই খরচ কমবে কয়েক শ’ কোটি টাকা। আগামি আউশ মৌসুমেও স্বেচ্ছাসেবী শ্রমিক নিয়োগের প্রস্তাব রাখেন আব্দুল কুদ্দুছ মাখন। করোনার এই দুর্দিনে কৃষি অর্থনীতিতে যা বড় ধরণের একটি সাশ্রয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মাখন ১৮ মে, ২০২০, ৭:১৬ এএম says : 0
এ প্রস্তাব বাস্তবায়ন করা হলে, কৃষক, ভোক্তা, জাতি ও দেশ উপকৃত হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন