শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোপনে কোচিং করানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ে দুই শিক্ষকের জরিমানা

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ৭:৪৯ পিএম

করোনাকালীন রোগ প্রতিরোধ আইন লংঘন করে পীরগঞ্জে ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুলে গোপনে কোচিং কার্যক্রম পরিচালনা করার দায়ে ফুলকুড়ি প্রি-ক্যাডেট স্কুলের জহিরুল ইসলাম (৩৫) ও ইকরামুল হক (৩৪) নামে ২ শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলীর পরিচালনায় ২ শিক্ষক তাদের স্কুলে কোচিং পরিচালনা করার সময় সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তারিকুল ইসলাম হাতে নাতে তাদের আটক করে এ জরিমানা প্রদান করেন।এ বিষয়ে শিক্ষক জহিরুল বলেন, আমরা কোচিং করাই মহসিন স্যারের নিদের্শনায়, তিনি আমাদের এই জরিমানার টাকা দিয়ে আমাদের ছাড়িয়ে আনলেন।পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তারিকুল ইসলাম তাদের সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ সালের ২৫/১ দফা (খ) ধারায় ২জনকে এই জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন। পরে ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলী এই দুই শিক্ষককে মুচলেকা দিয়ে থানা থেকে মুক্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন