শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ব্রুনাইয়ে বাংলাদেশের প্রথম নারী হাইকমিশনার সুমনা

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১১:৩৮ এএম

পেশাদার কূটনীতিক নাহিদা রহমান সুমনাকে ব্রুনাইয়ে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগ নিয়ে বহুদিন ধরে গুঞ্জন চলছিলো। অবশেষে সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ব্রুনাই দারুস সালামে সুমনাই হবেন ঢাকার পাঠানো প্রথম নারী রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭ তম ব্যাচের কর্মকর্তা সুমনা বর্তমানে মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক। তার আগে তিনি কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। দেশের বাইরে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে ছিলেন ব্রাসিলিয়ায়। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুর কয়েস মারা গেলে সুমনা মিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্বপালন করেন। তার আগে তিনি অটোয়া, কলকাতা ও ক্যানবেরা মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী সুমনা পরবর্তীতে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জেনেভা বিশ্ববিদ্যালয়ে ট্রান্স-বাউন্ডারি ওয়াটার ল বিষয়ে পড়াশোনায় ফেলোশিপও পেয়েছেন তিনি।

 

eªæbvB‡q evsjv‡`‡ki cÖ_g bvix nvBKwgkbvi mygbv

K‚U‰bwZK msev``vZv

†ckv`vi K‚UbxwZK bvwn`v ingvb mygbv‡K eªæbvB‡q evsjv‡`‡ki cieZ©x nvBKwgkbvi wnmv‡e wb‡qvM w`‡q‡Q miKvi| G wb‡qvM wb‡q eûw`b a‡i ¸Äb PjwQ‡jv| Ae‡k‡l †mvgevi AvbyôvwbK †NvlYv w`‡q‡Q ciivóª gš¿Yvjq| evsjv‡`‡ki m‡½ Nwbô m¤úK© _vKv eªæbvB `viæm mvjv‡g mygbvB n‡eb XvKvi cvVv‡bv cÖ_g bvix ivóª`~Z| ciivóª gš¿Yvjq Rvbvq, wewmGm ciivóª K¨vWv‡ii 17 Zg e¨v‡Pi Kg©KZ©v mygbv eZ©gv‡b gš¿Yvj‡qi AvÂwjK ms¯’v Abywefv‡Mi gnvcwiPvjK| Zvi Av‡M wZwb Kbmy¨jvi I Kj¨vY Abywefv‡Mi cÖav‡bi `vwq‡Z¡ wQ‡jb| †`‡ki evB‡i ¸iæZ¡c~Y© A¨vmvBb‡g‡›U wQ‡jb eªvwmwjqvq| eªvwR‡j wbhy³ evsjv‡`‡ki ivóª`~Z wgRviæi K‡qm gviv †M‡j mygbv wgk‡b PvR© `¨ A¨v‡dqv‡m©i `vwqZ¡cvjb K‡ib| Zvi Av‡M wZwb A‡Uvqv, KjKvZv I K¨vb‡eiv wgk‡b wewfbœ c‡` KvR K‡i‡Qb|

XvKv wek¦we`¨vjq †_‡K Bs‡iwR mvwn‡Z¨ mœvZK Ges mœvZ‡KvËi wWwMÖavix mygbv cieZ©x‡Z A‡÷ªwjqvi †gvbvk wek¦we`¨vjq †_‡K K‚UbxwZ I AvšÍR©vwZK evwY‡R¨ mœvZ‡KvËi wWwMÖ AR©b K‡ib| †R‡bfv wek¦we`¨vj‡q UªvÝ-evDÛvwi IqvUvi j wel‡q cov‡kvbvq †d‡jvwkcI †c‡q‡Qb wZwb|

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন