মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শর্ত সাপেক্ষে চালু হচ্ছে

বাংলাবান্ধা স্থলবন্দর

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০১ এএম

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী শনিবার থেকে চালু হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল শনিবার থেকে শর্ত সাপেক্ষে শুরু হচ্ছে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম। এ সময় স্বাস্থ্যবিধিসহ ১১ দফা মেনে চলার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের হলরুমে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা যায়, গত ২৪ মার্চ থেকে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকে। তবে গত কয়েক দিন ধরে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় দেশের সবকটি স্থলবন্দর চালু করা হলেও করোনার প্রকোপ রোধে আপাতত বাংলাবান্ধা স্থলবন্দর পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আগামী শনিবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানী কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। এ সময় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন ও জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যটলিয়নের অধিনায়ক খন্দকার আনিসুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় চেম্বার অফ কমার্সের সভাপতি শরিফ হোসেন, পঞ্চগড় জেলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলাসহ বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন