পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ৬ দিন বন্ধ ঘোষণা করেছে আমদানি-রফতানিকারক এসোসিয়েশন। গত শনিবার রাতে এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পঞ্চগড় আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৫ মে বাংলাবান্ধা স্থলবন্দরে অনুষ্ঠিত এলাকার জনপ্রতিনিধি, ব্যাবসায়ী, বন্দর শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের যৌথ সিদ্ধান্ত এবং স্থানীয় লোকজনের দাবির প্রেক্ষিতে করোনা পরিস্থিতি সতর্কতায় গত শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
পঞ্চগড় আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, গতকাল রোববার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিন এবং শুক্রবার সরকারি ছুটি হওয়ায় ১ দিনসহ মোট ৬ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন