শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

উত্তর টাঙ্গাইলের ঘাটাইলে জি.বি.জি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে জি.বি.জি কলেজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ছাত্র-শিক্ষক-জনতার অবস্থানের কারণে প্রায় এক ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরুদ্ধ থাকে। ১৯৬৯ সালে ঘাটাইল উপজেলা সদরে সাত একর জমির মধ্যে প্রতিষ্ঠিত জিবিজি কলেজ। কলেজটিতে বর্তমানে ডিগ্রি অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে। শিক্ষার্থীর সংখ্যা চার হাজারের অধিক। বিগত ২০১৫ সালের ১৫ জুন প্রধানমন্ত্রীর নির্দেশে কলেজটি জাতীয়করণের লক্ষ্যে শিক্ষা অধিদফতরের মাধ্যমে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে ১৬ জুন শিক্ষক নিয়োগের নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। তারপরও প্রকাশিত জাতীয়করণের তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী। আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট এস আকবর খান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন