ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে গত রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি পেশ করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ এম খলিলুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, প্রভাষক শেখ নাসরিন, জিয়াউল হক, নজরুল ইসলাম, আয়নাল হক, শ্রী বিশ্বজিৎ রায়, কাংশা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরকার, অভিভাবক সদস্য আমিরুল ইসলাম, আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কলেজ ছাত্রী উম্মে কুলছুম কান্তা প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে গত রোববার বিকালে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর গ্রামের মৃত আঃ খালেকের ছেলে সেলিম মাহমুদ (৪৫)-কে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ অর্থদ- প্রদান করেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা। এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ সেলিম রেজা সত্যতা নিশ্চিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন