দিনাজপুর অফিস ও হিলি সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেছে। গতকাল শনিবার ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, স্বাধীনা-উত্তর বঙ্গবন্ধু ট্রেনযোগে দিনাজপুরের বিরামপুরে এলে জেলার নবাবগঞ্জ উপজেলাবাসী দাবি করেন একটি কলেজ নির্মাণের। আর তখন তিনি দাউদপুর কলেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তাৎক্ষণিক তিনি কলেজ নির্মাণের জন্য টিনের বরাদ্দ দিয়েছিলেন। ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রী কলেজটি জাতীয়করণের দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন