শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিএনসিসির ডেঙ্গু প্রতিরোধে অভিযান

৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১২:০০ এএম

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অষ্টম দিনে ১৩৮টি বাসা-বাড়ি ও নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া গেছে। এ অপরাধে ২৬টি মামলায় ৫ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই অভিযান চালাচ্ছে।
গতকাল সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই চিরুনি অভিযান চলে। এদিন মোট ১৩ হাজার ৪৮৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে ১৩৮টিতে এডিস মশার লার্ভা পায় পরিদর্শন টিম। এসময় ৮ হাজার ৫৬৬টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশও পেয়েছে পরিদর্শন টিম।
গত ৬ জুন থেকে গতকাল পর্যন্ত এই ৮ দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ১ লাখ ৭ হাজার ৬২৮টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়েছে। এসবের মধ্যে মোট ১ হাজার ২৬৯টিতে এডিস মশার লার্ভা এবং ৭৪ হাজার ৩০৯টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশের সন্ধান পাওয়া গেছে। এই ৮ দিনে মোট ১৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন