মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৫ ভারতীয় ক্রিকেটারকে নোটিশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১২:০০ এএম

অবস্থানের তথ্য না জানানোয় ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির (নাডা) নোটিশ পেয়েছেন ভারতের কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাঁচ ক্রিকেটার। দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই দাবি করছে, পাসওয়ার্ড বিভ্রাটের জন্য চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মার অবস্থান জানাতে দেরি হয়েছে।

ওয়াডা মহাপরিচালক নাভিন আগারওয়াল পিটিআইকে জানান, কিছু কিছু ক্ষেত্রে খেলোয়াড়দের পক্ষে বোর্ড বা ফেডারেশন তথ্যগুলো জানায়। এরই মধ্যে বিসিসিআই তাদের পাঁচ ক্রিকেটারের অবস্থান জানাতে ব্যর্থতা নিয়ে একটি ‘যৌক্তিক’ ব্যাখ্যা দিয়েছে, ‘তারা একটি ব্যাখ্যা দিয়েছে যেটা যুক্তি সঙ্গত মনে হচ্ছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তারা জানিয়েছে, পাসওয়ার্ড বিভ্রাট হয়েছিল, এখন সেটা ঠিক হয়ে গেছে।’
করোনাভাইরাসের জন্য লকডডাউন ছিল ভারত। তবে তিন মাসের অবস্থান জানানো ছিল বাধ্যতাম‚লক। তিনবার তা করতে ব্যর্থ হওয়া একবার অ্যান্টি ডোপিং আইন ভাঙার সমান অপরাধ। সেক্ষেত্রে শুনানির পর সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি হতে পারে। বিসিসিআইয়ের ব্যাখ্যা নিয়ে আলোচনার পর ওয়াডা সিদ্ধান্ত নেবে, তাদের দেখানো কারণ গ্রহণ করা হবে নাকি প্রথম ব্যর্থতা হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে এখান থেকে বিসিসিআই কীভাবে এই প্রক্রিয়া এগিয়ে নেবে তাও ঠিক করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন