শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতারককে ১ মাস করে কারাদন্ড

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ৩:১৫ পিএম

ময়মনসিংহের নান্দাইলে সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে চার যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন। সাজাপ্রাপ্তরা হলো, নান্দাইল উপজেলার মরোকলা গ্রামের আঃ জাব্বাবের পুত্র সোহাগ মিয়া (২৫), সুনামগঞ্জের সাললা উপজেলার সোনাকান্দি গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র মহসিন (৩২), অপর দু'জন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সন্তোষপুর গ্রামের আক্কাস আলীর পুত্র শাহীন (২৮) ও কাজল মিয়ার পুত্র রুহুলআমীন (৩৫)। সোমবার রাতে উক্ত প্রতারকদ্বয় সরকারি ত্রাণ বিতরণের নামে গ্রামের সহজ সরল নারী পুরুষদের কাছ থেকে ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করে। ইলেকট্রনিকস ডিভাইস দিয়ে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। যা দূর্যোগকালীন সময়ে মানুষের সাথে মারাত্মক প্রতারণার সামিল। তাদের বিরুদ্ধে ঘটনা প্রমানিত হওয়ায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন