মংলায় হরিনের মাংসসহ একটি নৌকা আটক করেছে বন বিভাগ । শনিবার সকালে মংলার চিলা বাজার সংলগ্ন পশুর নদীতে এ ঘটনা ঘটে। বন বিভাগের পক্ষ থেকে বিঞ্জ সিনিয়র জুডিসিয়ার আদালত-দুইতে একটি মামলা দায়ের করেছে ।
সুন্দরবন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, শনিবার সকালে মংলার চিলা বাজার সংলগ্ন পশুর নদীতে টহল দেওয়ার সময় একটি ডিঙ্গি নৌকা দেখতে পেয়ে তাদের দিকে অগ্রসর হই। এসময বনবিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারি মিলন শেখ,শাহ আলী ও উত্তম বিশ্বাস পালিয়ে যায়। পরে নৌকায় তল্লালী করে ১৫ কেজি হরিণের মাংস,১টি হরিণের মাথা,৪টি পা সহ ১টি ডিঙ্গি নৌকা জব্দ করা হয় ।এব্যাপারে আদালতে মামলা দায়ের হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন