বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এনবিআরে হাজিরা দিলেন আরো ৯ শ্যুটার!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৮:৪২ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দ্বিতীয় দফায় স্বাক্ষ্য দিলেন জাতীয় দলের আরো ৯ শ্যুটার। বৃহস্পতিবার দুপুর ১২টায় তারা হাজির হন এনবিআর কার্যালয়ে। শ্যুটাররা হলেন- মাহফুজা খাতুন জুই, আতকিয়া হাসান দিশা, শাকিল আহমেদ, আরমিন আশা, রবিউল ইসলাম, আবু সুফিয়ান, নুর হোসেন আলী, আরদিনা ফেরদৌস, শোভন চৌধুরী। এর আগে গত রোববার হাজির হয়েছিলেণ আবদুল্লাহেল বাকী, অর্নব শারার লাদিফ, রাব্বি হাসান মুন্না ও রিসালাতুল ইসলাম। ডেনমার্কের কোচ ক্লাভস ক্রিস্টেনের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে রাইফেল তৈরির প্রতিষ্ঠান ওয়ালথার কোম্পানী ২০১৭ সালে শ্যুটারদের উপহার হিসেবে ৮টি রাইফেল দিয়েছিল, যা শ্যুটাররা দেশে নিয়ে ফিরেছিলেন। অথচ তিন বছর পর এক উড়ো চিঠির কারণে করোনাকালেও এনবিআরে সাক্ষ্য দিতে যেতে হয়েছে জাতীয় শ্যুটারদের। এনবিআরের তলবে চরম বিব্রত দেশের অন্যতম সেরা নারী শ্যুটার আরমিন আশা বলেন, ‘যে রাইফেলগুলোর কথা বলা হয়েছে। সেগুলোর বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কারন আমি রাইফেল শ্যুটার না আমি পিস্তল শ্যুটার।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন