সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জায়েদের বয়কট নিয়ে যা বললেন মৌসুমী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ২:৫৮ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে 'সংগঠন বিরোধী কর্মকাণ্ড'র অভিযোগে তাকে অবাঞ্চিত ঘোষণা করে 'বয়কট' করেছে চলচ্চিত্রের ১৭টি সংগঠন।

গেল বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান ল্যাব হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চলচ্চিত্রের ১৭টি সংগঠনের নেতৃবৃন্দরা।

এ নিয়ে চলচ্চিত্র পাড়ায় বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই জায়েদকে বয়কটের সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ করেছেন প্রিয়দর্শনী নায়িকা মৌসুমী।

এ প্রসঙ্গে গণমাধ্যমে মৌসুমী জানান, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান নানা সময়ে সিনিয়র শিল্পীদের পদ ও অন্যান্য বিষয় নিয়ে স্বেচ্ছাচারিতা দেখিয়েছেন। তা নিয়ে অনেকেই মুখ বুঝে ছিলেন, আবার অনেকে প্রতিবাদও করেছেন। তার বিগত দিনের কৃতকর্মের জন্যই চলচ্চিত্রের ১৭টি সংগঠন তাকে বয়কট করেছে। চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে আমাদের এই সিদ্ধান্ত মেনে নিতে হবে বলেও মন্তব্য করেন এই চিত্রতারকা।

এদিকে রোববার (১৯ জুলাই) শিল্পী সমিতির অন্যতম দুই নেতা মিশা-জায়েদের বয়কটের প্রতিবাদে বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। এসময় সব বিবাদ ভুলে গিয়ে চলচ্চিত্র সমিতির নেতারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অন্যথায়, ৭ দিনের কর্মবিরতিতে যাওয়ার কথাও জানান শিল্পী সমিতির নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন