রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদের কাহিনীচিত্র বাবারা সব পারে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১১:৩৩ এএম

আযহা উপলক্ষ্যে মাছরাঙ্গা টিভির জন্য নির্মিত হয়েছে টেলিভিশন কাহিনীচিত্র ‘বাবারা সব পারে’। পাপ্পু রাজের রচনায় কাহিনীচিত্রটি পরিচালনা করেছেন এস এম কামরুজ্জামান সাগর । অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, শানেরাই দেবী শানু, স্বপ্নীল সাজ্জাদসহ আরো অনেকে। শহীদুজ্জামান সেলিম বলেন, "সাগরের সাথে আমার পরিচয় দীর্ঘ দিনের। কিন্তু এই প্রথম আমি তার সাথে কাজ করলাম। আমি বরাবরই আমার কাজের ক্ষেত্রে, গল্পকে প্রাধান্য দিয়ে থাকি। কাহিনীচিত্রের গল্পটি চমৎকার। আর সাগরের নির্মানে বরাবরই মুন্সিয়ানা থাকে। আমি অনেক তৃপ্তি পেয়েছি কাজটি করে। শতাব্দী ওয়াদুদ বলেন, সাগর ভাইয়ের নির্মানে একটি ফিল্মিক ব্যাপার থাকে, যা নি:সন্দেহে প্রংশার দাবী রাখে। গোলাম ফরিদা ছন্দা বলেন, সাগর ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ হলেও তার নির্মানের মুন্সিয়ানা আমাকে মুগ্ধ করেছে। শানেরাই দেবী শানু বলেন, আমি সাগর ভাই গল্প এবং নির্মানে বিন্দুমাত্র ছাড় দেন না। একটি গোছানো ইউনিটে কাজ করেছি। অনেক ভাল লেগেছে। নির্মাতা সাগর জানান, পৃথিবীর প্রতিটি সন্তানের জীবনে বাবার অবদান অপরিসীম । কখনো কখনো একজন বাবা তার সন্তানের জন্য এমন কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তত হয়, যা একমাত্র বাবার পক্ষেই সম্ভব। কাহিনীচিত্রটিতে দুটি ভিন্ন সময়ের দুজন ভিন্ন বাবাকে উপস্থাপন করা হয়েছে, যা দর্শক ধরে রাখতে পারবো বলে আশা করি। আশা করি, গল্পনির্ভর একটি কাজ দর্শককে উপহার দিতে পারবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন