শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৬টি ফেরিঘাটের মধ্যে সচল ৪টি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট

গোয়ালন্দ (রাজবাড়ী ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ-রুটে পদ্মা ও যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ৬টি ফেরি ঘাটের মধ্যে ৪ টি ফেরি ঘাট সচল রয়েছে। দৌলতদিয়া ৩ ও ৬ নং ফেরি ঘাটের তলিয়ে যাওয়া সংযোগ সড়ক ইট বালু ও জি ও ব্যাগ ফেলে পুনরায় সচল করা হয়েছে। জানা যায়, নদীতে প্রবল স্রোতের কারণে ফেরিগুলোর আগের তুলনায় বর্তমানে বেশি সময় লাগছে। দৌলতদিয়া প্রান্তে ২শতাধিক পণ্য ও পশুবাহী ট্রাকসহ যাত্রীবাহী কোচ পারাপারের অপেক্ষায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও ঘাট সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ৪ সেন্টিমিটার কমেছে বিপদ সীমার ১১৫ সে. মি, উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ কমাতে গোয়ালন্দ মোড়ে প্রায় শতাধিক ট্রাক আটকে রাখা হয়েছে। 

এতে ফরিদপুর রাজবাড়ী মহাসড়কে ট্রাকের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থ্যা (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুলাহ রনি জানান, পশু ও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য আমাদের সব ধরনের প্রস্ততি রয়েছে। বর্তমান ১৫ টি ফেরি দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে চলাচল করছে। নদীর পানি বৃদ্ধি ও স্রোতের গতি বেড়ে যাওয়ায় ফেরি চলাচলে সময় দ্বিগুণ লাগছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন