দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকা ফেতর যাত্রীদের চাপ বাড়ছে। সরকার ঘোষিত লকডাউনে চলাচলে নিষেধাজ্ঞা থাকার পরও দৌলতদিয়া প্রান্তে ঘরমুখো মানুষের ঢল। গতকাল সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে দুই একটি জরুরি অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়ি আর তিন থেকে চার শতাধিক যাত্রী নিয়ে আসতে দেখা যায়। গাদাগাদি করে একজন আরেকজনের গাঁ ঘেষে দাঁড়িয়ে ছিল। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই ছিলনা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, ঊর্ধ্বতন নির্দেশে এই রুটে ছোট বড় ১৪ ফেরি চলাচল করছে। তবে জরুরি সেবার অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত কিছু গাড়ি পারাপার করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন