শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পটুয়াখালীর ২২ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১:০২ পিএম

সউদী আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে পটুয়াখালীর বাইশটি গ্রামে আজ আগাম ঈদ উদযাপন করছেন বিশ সহস্রাধিক মুসলমান । সদর উপজেলার বদরপুর দরবার শরীফ বাউফল ,গলাচিপা ,ও কলাপাড়ায় গ্রামের ঐ মুসলমানরা আজ ঈদুল আযহা উদযাপন করলো।সকাল সাড়ে আটটায় বদরপুর দরবারে পবিত্র ঈদুল আযহা নামাজের জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম গনি। এছাড়াও অন্যান্য উপজেলাগুলোতেও একই অনুসারীদের ঈদুল আযহার নামাজ সহ কোরবানির পালন করার খবর পাওয়া গিয়েছে।

জানা গেছে,শত বছরের বেশি আগে থেকে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশ এর সাথে মিল রেখে একদিন আগে রোজা সহ ঈদুল ফিতর এবং একদিন আগেই ঈদুল আযহা পালন করে আসছেন তারা।তাদের মতে পৃথিবীর যেকোন স্থানে চাঁদ দেখা গেলেই সেদিন থেকে রোজা রাখা এবং সে নিয়ম অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আযহা পালন করা উচিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন