করোনার মধ্যেও এগিয়ে চলেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজ। কাজ যাতে বন্ধ না হয় সেজন্য প্রকল্প এলাকার শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। যেখানে চার শতাধিক শ্রমিকের থাকার ব্যবস্থা থাকবে।
২১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে থার্ড টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ২০২৪ সালে। তবে ২০২৩ এর মধ্যেই কাজ শেষ করার টার্গেট কর্তৃপক্ষের। টার্মিনালটি নির্মিত হলে বছরে দুই কোটি যাত্রীকে সেবা দেয়া সম্ভব হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পে কাজ করছে প্রায় এক হাজার শ্রমিক। বর্তমানে মাটি ভরাট শেষে চলছে পাইলিংয়ের কাজ।
জানা গেছে, করোনা টেস্টে এ পর্যন্ত ৬১ নির্মাণ শ্রমিকের পজিটিভ ধরা পড়েছে। যাদেরকে নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এ অবস্থায় কিছুটা অনিশ্চয়তায় পড়েছে থার্ড টার্মিনাল নির্মাণের কাজ।
তাই প্রকল্পের কাজ যেন থেমে না যায়, তা নিশ্চিত করতে করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া এমন ৪০০ শ্রমিকের জন্য থাকার ব্যবস্থা করা হচ্ছে। সিভিল এভিয়েশের একজন কর্মকর্তা জানান, নির্বাচিত এই ৪০০ শ্রমিক বাইরে যাবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন