রাজশাহীতে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালিত হয়। সকালে কুমারপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সিনিয়র সহসভাপতি শাহীন আক্তার রেনী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন