শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘উন্নয়নে দুর্নীতি বরদাশত করা হবে না’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম


চট্টগ্রাম নগরীতে একইসাথে কয়েকটি সংস্থা উন্নয়ন কাজ করছে উল্লেখ করে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, শুধুমাত্র সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে সীমাহীন পানিবদ্ধতা ও যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি বলেন, নগর উন্নয়নে কোনো অনিয়ম, দুর্নীতি বরদাশত করা হবে না। উন্নয়নে সমন্বয়েরও কোন বিকল্প নেই। তিনি গতকাল মঙ্গলবার নগরীর কাপাসগোলা ও মুরাদপুর এলাকায় পানিবদ্ধতা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বেশ কিছু এলাকায় সড়কে বর্জ্যরে স্তুপ দেখে পরিচ্ছন্ন বিভাগে কর্মরতদের উপর অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রæত অপসারনের নির্দেশ দেন। এসময় তিনি নগরবাসীকে খাল, নালা-নর্দমায় ময়লা না ফেলার আহŸান জানান এবং পানিবদ্ধতা নিরসনে সহযোগিতা কামনা করেন। এসময় তার একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন