বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিকেএসপিতে প্রস্তুত হচ্ছে বিশ্বকাপের দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

২০২২ যুব বিশ্বকাপের দল তৈরি করতে সাভারের বিকেএসপিতে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। স্বাস্থ্য সুরক্ষা আর করোনাভাইরাস পরীক্ষা করিয়ে ৪৫ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে এই ক্যাম্প।
ক্যাম্পে ডাকা ৪৫ ক্রিকেটারকে তিন দফায় করানো হয় কোভিড-১৯ পরীক্ষা। দ্বিতীয় দফায় অলরাউন্ডার ইফতেখার হোসেন কোভিড-১৯ পজিটিভ হোন। তার বদলে ক্যাম্পে নেওয়া হয় আরও একজনকে। তবে দ্বিতীয় পরীক্ষায় ইফতেখারের নেগেটিভ ফল আসে। আপাতত বিসিবির তত্ত¡াবধায়নে রেখে সপ্তাহ খানেকের মধ্যে আরও একবার পরীক্ষা করা হবে তার। তৃতীয় পরীক্ষায় নেগেটিভ হলে ক্যাম্প যোগ দেবেন তিনিও। ক্যাম্পে ব্যাটিং কোচ হিসেবে থাকা সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি জানিয়েছেন পাঁচদিন ফিটনেস ট্রেনিং করে নেটে স্কিল ট্রেনিং শুরু করবেন তারা। সেখানেই তরুণ ক্রিকেটারদের পরখ করে নেওয়া হবে। এরপর তি দলে ভাগ হয়ে ক্রিকেটাররা ম্যাচ অনুশীলন করবে। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিকেএসপিতে চলবে নিবিড় এই ক্যাম্প।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন