শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কখনও বলব না অভিনয়ে ফিরব না : ক্যামেরন ডিয়াজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রায় দুই বছর আগে অভিনয় থেকে বিদায় নেবার ঘোষণা দিয়েছিলেন ক্যামেরন ডিয়াজ। সবার ধারণা ছিল তিনি আর বড় পর্দায় ফিরবেন না। কিন্তু স¤প্রতি তিনি আভাস দিয়েছেন তিনি অভিনয় ফিরতে পারেন।
যুক্তরাজ্যের হারপার’স বাজার সাময়িকীতে মেক-আপ শিল্পী গুচি ওয়েস্টম্যানকে দেয়া এক সাক্ষাতকারে ‘চার্লি’স এঞ্জেলস’ তারকা ডিয়াজ জানিয়েছেন ‘আমি কখনও বলব না আমি ফিরব না’, আর তার এই উক্তিই বড় পর্দায় তার ফেরার শক্তিশালী ইঙ্গিত।
“আমি কখনও বলবনা আমি ফিরব না কারণ আমি এমন মানুষ নই যে কেনও বিষয়ে একেবারে না বলবে,” ডিয়াজ বলেন। ৪৭ বছর বয়সী অভিনেত্রীটিকে সর্বশেষ দেখা গেছে ২০১৫’র ‘অ্যানি’ ফিল্মে মিস আগাথা হ্যানিগানের ভূমিকায়; ফিল্মটিতে আরও অভিনয় করেছেন জেমি ফক্স এবং রোজ বার্ন।
স্বামী বেনজি এবং সদ্যোজাত কন্যা র‌্যাডিক্সকে নিয়ে অবশ্য ডিয়াজের সম ভালই কেটে যাচ্ছে।
“দাম্পত্য জীবন ভাল লাগছে আমার। সবচেয়ে ভাল দিক হল আমার স্বামীকে খুঁজে পাওয়া, আমাদের একসঙ্গে থাকা এবং বন্ধুত্ব,” তিনি আরও বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন